সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরসাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কমূসূচি পালন করা হয়েছে।

১১ আগস্ট শনিবার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, এনটিএন বাংলার জেলা প্রতিনিধি নাসির উদ্দিন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মির্জা শাকিল, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি জগনাথ সাহা জয়, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মো. মামুনুর রহমান,টাঙ্গাইল টেলিভিশন ফোরামের সভাপতি নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -