৭ লাখ টাকা দিয়েও সৌদি যেতে পারলেন না রনি গ্রেফতার আসাদুল হক, তিনি মানবপাচারকারী চক্রের সদস্য বলে জানায় সিআইডি
ভালো বেতনে সৌদি আরবে নিয়ে যাওয়ার কথা বলে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুল হক (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। সিআইডি বলছে, আসাদুল মানবপাচারকারী চক্রের সদস্য।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সিআইডির মানবপাচার অপরাধ দমন ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজধানীর ভাটারা থানায় গত বছরের ৫ নভেম্বর মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেন ভুক্তভোগী রনি প্রামাণিক। তিনি মালয়েশিয়া প্রবাসী টুটুলের মামাতো ভাই।
এসএসপি বলেন, টুটুলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল আসামি আসাদুলের। আসাদুল ভালো ভিসায় বিদেশে লোক পাঠায় শুনে তার সঙ্গে ফোনে কথা বলেন এবং দেখাও করেন। পরে রনিকে ভালো ভিসায় বিদেশে পাঠানোর আশ্বাস দেন আসাদুল। ভালো বেতন পাওয়ার বিষয়ে রনিকে নিশ্চয়তা দেন।
এক পর্যায়ে রনিকে ঢাকার কুড়িল চৌরাস্তার প্রগতি সরণির কাজী টাওয়ারে নিয়ে যান আসাদুল। সেখানে ‘কো-ফাউন্ডেশন অ্যাট ওমরা ভিসা’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন বলে জানান আসামি। এরপর রনির কাছে সৌদি আরবে পাঠাতে সাত লাখ টাকা দাবি করেন তিনি।
পরে সৌদি আরবে যাওয়ার জন্য বিকাশ ও নগদে সাত লাখ টাকা পরিশোধ করেন রনি। কিন্তু আসাদুল ভিসা দেওয়ার কথা বলে বিভিন্নভাবে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
এসএসপি জানান, এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার আসাদুল।
এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে সিআইডির মানবপাচার প্রতিরোধ শাখা কাজ করছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।