নিউজ টাঙ্গাইল ডেস্ক: মুক্তি পাওয়া ‘অর্জুন পাটিয়ালা’ ছবির একটি আইটেম গানে দেখা যায় সানি লিওনিকে। এতে ঘটনাক্রমে দিল্লির একজন বাসিন্দার মোবাইল নম্বর নিজের হিসেবে জানিয়ে দেন এই বলিউড অভিনেত্রী। এরপর থেকে লোকটার জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তার এ বিরম্বনায় ক্ষমা চেয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
সানি লিওনি নিজেও বুঝতে পারছেন, তার সঙ্গে কথা বলার আশায় থাকা উৎসাহীরা ওই নম্বরে ফোন করেছেন। ভারতীয় চ্যানেল জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে পরিস্থিতি তৈরি হয়েছে তা হোক আমি চাইনি। এজন্য ক্ষমা চাচ্ছি।’
‘অর্জুন পাটিয়ালা’ ছবির গানে সানি লিওনির জানানো মোবাইল নম্বরটি ২৭ বছর বয়সী পুনীত আগারওয়ালের। দিল্লির উত্তর-পশ্চিমের আবাসিক এলাকা পিতামপুরার ওই বাসিন্দা শত শত ফোন পাওয়ায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছন,
দিল্লির ওই বাসিন্দা বলেন, ‘গত ২৬ জুলাই ছবিটি মুক্তির পর থেকে অপরিচিত মানুষ আমার মোবাইল নম্বরে ফোন করে সানি লিওনির সঙ্গে কথা বলতে চাচ্ছেন। শুরুতে ভেবেছিলাম কেউ আমার সঙ্গে মজা করছে। পরে জানতে পারি আমার মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে। সানি লিওনি আমার মোবাইল নম্বর নিজের নম্বর হিসেবে বলেছেন।’
মোবাইল নম্বরটির এই মালিক জানান, দিনে ১০০ থেকে ১৫০টি কল পাচ্ছেন তিনি। অপর প্রান্ত থেকে বেশিরভাগ মানুষই অশ্লীল কথাবার্তা বলে তাকে। অনেকে ভিডিও কলে আসতে চায়। এটি সানি লিওনির নম্বর না জানালে গালাগাল দিয়ে বসে তারা।
পুনীত আগারওয়ালের দাবি, ‘অনেক মানুষ আমাকে হয়রানি করছে। তারা আমাকে গাল দিচ্ছে ও লজ্জাকর কথাবার্তা বলছে। ইতোমধ্যে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু আশ্বাস দিলেও তারা এখন পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি।’
জানা গেছে, ‘অর্জুন পাটিয়ালা’র নির্মাতাদের এবার আদালতের কাঠগড়ায় নিয়ে যেতে চান পুনীত আগারওয়াল। ছবিটিতে আরও অভিনয় করেছেন কৃতি স্যানন ও বরুণ শর্মা।