নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল থানায় চায়ের পরিবর্তে চকলেট দিয়ে আপ্যায়ন ওসি‘র। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে ঘাটাইল থানায় গেলে সেবা নিতে আসা আগত ব্যাক্তিদেরকে এভাবেই চকলেট দিয়ে আপ্যায়ন করতে দেখা যায়।
জানতে চাইলে ঘাটাইল থানা অফিসার ইন চার্জ (ওসি) মো: মাকছুদুল আলম বলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার-এর নির্দেশে পুলিশের সেবার মান পরিবর্তনের জন্য চকলেটের মাধ্যমে দৃশ্যমান করে তোলা হচ্ছে।
এ ছাড়া সেবারমান দ্রুত জনগনের কাছে পৌছে দেয়ার লক্ষে আগত জনগনের রেজিষ্টারে নাম লিপিবদ্ধকরন, প্রতিদিন থানা এলাকায় গন্যমান্য ব্যাক্তিদের খোজখবর নেয়া সহ সেবার মানের ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম যাতে না হয় তার জন্য কঠোর হুশিয়ারী দেয়া হয় বলে জানান তিনি।
এ ছাড়াও থানার মুন্সিকে মুন্সির পরিবর্তে এলসি বলা বা জুনিয়র সেরেস্থাদার ও জনগনের সাথে অত্যন্ত নম্র ভদ্র ভাবে ব্যবহার করার নির্দেশনা দেন বলেও ওসি জানান।