নিজস্ব প্রতিনিধি : ছেলেধরা গুজবের নামে সারাদেশে নৃশংসভাবে মানুষ হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে ‘তরুন প্রজন্ম বাংলাদেশ’ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, স্বদেশ নাট্যদলের সাধারণ সম্পাদক কাজী বজলুর রহমান, তরুন প্রজন্ম বাংলাদেশ এর প্রধান সমন্বয়কালী জিহাদ আরিফ, কেন্দ্রীয় সংসদের সভাপতি তোফায়েল আহমেদ সৌরভ প্রমুখ।
বক্তারা বলেন, ‘ছেলেধরা’ গুজবের নামে সারাদেশে নৃশংসভাবে মানুষ হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। কোথাও কাউকে সন্দেহে হলে নিকস্থ থানাকে অবহতি জানাবেন। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান বক্তারা।