শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
Homeজাতীয়জনপ্রতিনিধি পরিচয়ের আড়ালে আরেক পরিচয় একরামের

জনপ্রতিনিধি পরিচয়ের আড়ালে আরেক পরিচয় একরামের

দেশে চলছে মাদক বিরোধী অভিযান। দেশ থেকে মাদক নির্মূল করতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। তবুও থেমে নেই দেশের অভ্যন্তরে এই মাদক প্রবেশের। কারণ রাজনৈতিক দলের উচ্চপর্যায়ের কিছু লোক  যারা সক্রিয় ভাবে জড়িত এই মাদক ব্যবসার সাথে। তাদের ছত্র ছায়াই চলছে রমরমা এই মাদক ব্যবসা।  ২৩ মে ২০১৮ সালের কালেরকণ্ঠ পত্রিকার মাধ্যমে জানা যায় টেকনাফের নিহত কাউন্সিলর একরামের ছত্রছায়ায় টেকনাফের অনেকেই ইয়াবা ব্যবসায় জড়িত ছিল।

টেকনাফ পৌরসভা, উপজেলা পরিষদসহ সরকারি বিভিন্ন দফতরের দেয়ালে দেখা যায় নানা মাদক বিরোধী স্লোগান। কিন্তু  সেই জোরালো মাদক বিরোধী স্লোগানের আড়ালে গড়ে উঠেছে ভয়ংকর মাদক ব্যবসা। টেকনাফের এই মাদক আখড়ার গডফাদার ছিলেন একরাম। এই একরাম অর্থের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন গোটা কক্সবাজার ও টেকনাফের মাদক ব্যবসা। এই কুখ্যাত একরামের মদদেই দুই জেলার মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে সাধারণ মানুষকে বাধ্য করে এই মাদক ব্যবসাতে।  গড়ে তুলে মাদকের নগরী। আগে কখনো কখনো তাদের গা ঢাকা দিতে হতো। কিন্তু জনপ্রতিনিধি হওয়ায় এখন তা আর প্রয়োজন পড়ে না। এই শীর্ষ ইয়াবা ব্যবসায়ীরাই আবার টেকনাফে মাদকবিরোধী সভা-সেমিনারে বক্তব্য দেন। গডফাদারদের তালিকায় সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তাঁর পাঁচ ভাইসহ কক্সবাজারের ৩৫ জনপ্রতিনিধির নাম রয়েছে । দিন দিন  একরামের এই অপরাধের পাল্লা ভারী হতে থেকে বড় হতে থাকে তার এই মাদক ব্যবসা।

সরকারের মাদকবিরোধী এই অভিযানে দেশের মানুষ  সাধুবাদ জানালেও কিছু চক্র থেমে নেই এই অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে। একরামের পরিবারের আবেগকে  পুঁজি করে এই অভিযানকে  করছে  তারা বিতর্কিত। আজকে যারা একরামের পরিবারের আবেগকে ভিত্তি করে মায়া কান্না করছেন তারা কি ভুলে যাচ্ছেন এই দেশের হাজার হাজার ছেলেমেয়ে  একরামের পাচারকৃত ইয়াবা সেবন করে নিজেরা সহ তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। মাদকবিরোধী অভিযানে একরামের নিহত হওয়ার জন্য যদি আইনশৃঙ্খলা বাহিনীকে দায়ী করা হয় তবে আমাদের দেশের হাজার হাজার ছেলেমেয়ে তাদের পরিবারসহ ধ্বংস হয়ে যাওয়ার জন্য একরামকে দায়ী করাটা যৌক্তিক নয় কি ?

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -