বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে ফুটবল খেলার সময় বজ্রপাতে অষ্টম শ্রেণীর ছাত্র নিহত

বাসাইলে ফুটবল খেলার সময় বজ্রপাতে অষ্টম শ্রেণীর ছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে ফুটবল খেলার সময় বজ্র্রপাতে আশরাফ (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নাছির (১৫) নামের এক কিশোর আহত হয়েছে। আহত ওই কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার নাইকানীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ ওই গ্রামের আরফান আলীর ছেলে। আহত ওই কিশোর একই গ্রামের নান্নু মিয়ার ছেলে । নিহতের মামী মল্লিকা আক্তার বলেন, ‘দুপুরে বাড়ির পাশে কয়েকজন যুবক মিলে ফুটবল খেলছিল।

এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে দুইজন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশরাফকে মৃত ঘোষণা করে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই কিশোরের মৃত্যু হয়। এঘটনায় আহত নাছির নামের একজন হাসপাতালে ভর্তি রয়েছে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -