নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুর বন থেকে আব্দুল বাছেদ (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মোনার বাইদ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
আব্দুল বাছেদ অরণখোলা ইউনিয়নের জলই গ্রামের মৃত পাশান মণ্ডলের ছেলে।
ছানোয়ার হোসেন জানান, শুক্রবার মহিষ চড়াতে যান আব্দুল বাছেদ। তার পর থেকে নিখোঁজ ছিল সে। রাতে মহিষ বাড়িতে এলেও সে ফিরে আসেনি। শনিবার স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। লাশের মাথায় জখম রয়েছে।