নিজস্ব প্রতিনিধি; গাজীপুরের সালনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-উত্তরবঙ্গের সাথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২১ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ কারণে টাঙ্গাইলের মির্জাপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্ক সিটি ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে।
ফলে ট্রেনটির এক থেকে দেড় হাজার যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। তবে অনেকেই ট্রেন থেমে থাকার কারণ জেনে বিকল্প হিসেবে বাসযোগে গন্তব্যে স্থানে পৌঁছানোর জন্য রওনা দিয়েছেন। এদিকে ব্যাপক তাপদাহের কারণে যাত্রীরা ট্রেন থেকে নেমে স্টেশনের আশপাশে অপেক্ষা করছেন।
মির্জাপুর স্টেশন মাস্টার নাজমুল হুদা বলেন, ‘গাজীপুরের সালনায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকাগামী সিল্ক সিটি ট্রেনটি মির্জাপুরে দুপুর সাড়ে ১২টা থেকে স্টেশনে বন্ধ রাখা হয়েছে।
গাজীপুরের সালনায় মেরামতের কাজ শেষ হলেই ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে। তবে খুব দ্রুতই ট্রেন যোগাযোগ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।