নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মলি আক্তার, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ খান, হাবলা ইউপির চেয়ারম্যান খোরশেদ আলম, কাশিল ইউপির চেয়ারম্যান মির্জা রাজিকসহ সাংবাদিক, উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ডের সকল তথ্য তুলে করে বিস্তারিত আলোচনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।