ভূঞাপুরে খাদ্য নিরাপত্তা জোরদারকরণে কৃষক-কৃষাণিদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ

0
1040
ছবি: নিউজ টাঙ্গাইল।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণের আওতায় ৩০ জন কৃষক-কৃষাণিদের নিয়ে দুই ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ প্রশিক্ষণ উদ্বোধন ও অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রশিক্ষণটি সমাপনী হবে। উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান প্রশিক্ষণ উদ্বোধন ও কৃষি বিষয়ক নানাবিধ আলোচনা করেন।

কৃষি অফিসার মো. আরিফুর রহমান বলেন, প্রান্তিক পর্যায়ে কৃষক-কৃষাণিরা সঠিকভাবে ফসল বৃদ্ধি করতে পারে সে লক্ষ্যে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।