বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে গেলো পুষ্পকানন প্রি-ক্যাডেটের অফিসকক্ষ

সখীপুরে প্রতিপক্ষের দেয়া আগুনে পুড়ে গেলো পুষ্পকানন প্রি-ক্যাডেটের অফিসকক্ষ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে প্রতিপক্ষের দেয়া আগুণে পুড়ে গেলো পুস্পকানন প্রি-ক্যাডেটের অফিসকক্ষসহ প্রয়োজনীয় কাগজপত্র। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস গ্রামের পুষ্পকানন নামের ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিনের তৈরি অফিসকক্ষে আগুন লাগিয়ে পুড়ে দেয় প্রতিপক্ষ। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে গিয়ে আগুনের সর্বশেষ নিয়ন্ত্রণ করেন। এতে ঘর ছাড়াও অফিস কক্ষে থাকা আলমিরা, চেয়ার,টেবিল, ফ্যানসহ প্রয়োজনীয়সব কাগজ ও বইপত্র পুড়ে প্রতিষ্ঠানের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাদী হয়ে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে পুষ্পকানন প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আবুল হোসাইন জানান, ওই বিদ্যালয়ের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব রয়েছে। আমার ধারনা, বিদ্যালয়টি বন্ধ করার জন্য প্রতিপক্ষ ইচ্ছে করে ভবনটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

সখীপুর থানার উপ-পরিদর্শক ( এসআই) মো. বদিউজ্জামান বলেন, ওই বিদ্যালয়টি আগুনে পুড়ে যাওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তার দায়িত্বে থাকা আবুবকর সিদ্দিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার আগেই বিদ্যালয়ের ওই ঘরটি পুড়ে যায়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -