বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল শহরের সিডিসি মার্কেটের সামনে থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার এসআই আব্দুল আলীম বলেন, সিডিসি মার্কেটের সামনে মরদেহ পরে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলো। মাঝে মাঝে ওই এলাকায় ঘুরাফেরা করতো। মরদেহ বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। মরদেহের পরিচিত কেউ আসলে তার নিকট হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -