নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে প্রবীণ আইনজীবী হাসান আলী রেজা হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি কল্পনা রানী সরকার টাঙ্গাইল জেলা কারাগারে মারা গেছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। টাঙ্গাইল কারাগারের সুপার মঞ্জুর হোসেন জানান, কল্পনা রানী (৩৮) অসুস্থ হওয়ার পর তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে কল্পনার লাশ তার স্বামীর ভাই স্বপন কুমার মন্ডলের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত গত ৮ জুলাই আইনজীবী হাসান আলী রেজা (৭৬) টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার বাসা থেকে বিকালে বের হন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। ১৩ জুলাই তার লাশ পশ্চিম আকুরটাকুরপাড়া লৌহজং নদ থেকে উদ্ধার করা হয়। পরে মোবাইল ফোনের সূত্র ধরে কল্পনা, তার স্বামী ও ছেলেকে পুলিশ গ্রেফতার করে। কল্পনা ১৬ জুলাই আদালতে জবানবন্দিতে জানিয়েছিলেন ওই আইনজীবীর সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই সূত্রেই ঘটনার দিন তার বাসায় আসার পর তিনি অসুস্থ হয়ে মারা যান। তারপর কল্পনা রানী তার লাশ বাসার পেছনে নদীতে ফেলে দেন।
প্রসঙ্গত গত ৮ জুলাই আইনজীবী হাসান আলী রেজা (৭৬) টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার বাসা থেকে বিকালে বের হন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। ১৩ জুলাই তার লাশ পশ্চিম আকুরটাকুরপাড়া লৌহজং নদ থেকে উদ্ধার করা হয়। পরে মোবাইল ফোনের সূত্র ধরে কল্পনা, তার স্বামী ও ছেলেকে পুলিশ গ্রেফতার করে। কল্পনা ১৬ জুলাই আদালতে জবানবন্দিতে জানিয়েছিলেন ওই আইনজীবীর সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই সূত্রেই ঘটনার দিন তার বাসায় আসার পর তিনি অসুস্থ হয়ে মারা যান। তারপর কল্পনা রানী তার লাশ বাসার পেছনে নদীতে ফেলে দেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।