বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ওসি মোশারফ হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় দিয়ে ওঠার সময় ট্রেনটির একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এসময় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগিটি উদ্ধারে ঢাকা থেকে সংশ্লিষ্টরা রওনা দিয়েছেন বলেও তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -