নিজস্ব প্রতিনিধি : তৃষ্ণার্ত ট্রেন যাত্রীদের বিশুদ্ধ পানি সরবরাহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় রেলব্রীজের সন্নিকটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।
এদিকে ট্রেন বিকল হয়ে পড়ায় দীর্ঘ সময় যাত্রীরা গরমে উষ্ঠাগত হয়ে পড়ে। এতে চরম বিপাকে পড়ে যাত্রীরা। এতে বেশি দুর্ভোগে পড়ে ট্রেনে থাকা নারী ও শিশুরা। পরে বঙ্গবন্ধু সেনানিবাস থেকে পানি সরবরাহ শুরু করে। সেনাবাহিনীর এ উদ্যোগে আনন্দিত যাত্রীরা।
ট্রেন যাত্রী মারুফ জানান, হঠাৎ করে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। যে জায়গায় লাইনচ্যুত হয় তার আশপাশে কোন দোকানপাট নেই। অন্যদিকে রোদ বেশি থাকায় তীব্র গরম পড়েছে। এতে তৃষ্ণার্ত হয়ে পড়ে যাত্রীরা।
ট্রেনের যাত্রীরা জানান, বঙ্গবন্ধু সেতুপূর্ব সেতুর উপর উঠার আগেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীরা চরম বিপাকে পড়ে। পানির পিপাসায় যাত্রীরা কাহিল হয়ে পড়ে। বিশেষ করে নারী ও শিশুরা বেশি ভোগান্তিতে পড়ে। পরে বঙ্গবন্ধু সেতুপূর্ব সেনাবাহিনীর তিনটি পানির গাড়ি করে ট্রেনের যাত্রীদের পানি সরবরাহ করে।