শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে তিন পতিতাসহ চার খদ্দের গ্রেফতার

সখীপুরে তিন পতিতাসহ চার খদ্দের গ্রেফতার

এম সাইফুল ইসলাম শাফলু:

টাঙ্গাইলের সখীপুরে তিন ভ্রাম্যমাণ পতিতাসহ চার খদ্দেরকে গ্রেফতার রেখেছে পুলিশ। রোববার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তরা আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- তিন পতিতা- কাঠালবাড়ি উপজেলার আবুল হোসেনের মেয়ে আখি আক্তার (২৩), বোরহান উদ্দিন উপজেলার পদামনোশা গ্রামের বিদ্যুৎ মিয়ার স্ত্রী মোর্শেদা আক্তার (১৯), রায়পুর উপজেলার উত্তরপাড়া গ্রামের সাগর মিয়ার স্ত্রী নীলা আক্তার (২৬) চার খদ্দের- সিংড়া উপজেলার মহসিন মিয়ার ছেলে সোলাইমান মিয়া (৩৫), শ্রীবর্দি উপজেলার চকবন্ধি গ্রামের নূরুল ইসলামের ছেলে আল আমীন (৩৫), গৌরিপুর উপজেলার আমির হোসেনের ছেলে রাকিব হাসান (২০) এবং ইশ্বরগঞ্জ উপজেলা বিল খেউরা গ্রামের নেকবর হোসেনের ছেলে লিটন আহমে (৩৯)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, রোববার রাতে গোপনসংবাদের ভিত্তিত্বে পৌরসভার উত্তরা আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় তিন পতিতাসহ চার খদ্দেরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -