নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম অভিযান চালিয়া তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সোমবার ওই ১৩ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সখীপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, রোববার রাতে উপজেলার কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. জাফর আলী (৪২), হারেজ মিয়া (৩২), সুরাইয়া আক্তার (৪৫), নুর মোহাম্মদ (৩২) ও জামাল মিয়া (৪২), নুরুল ইসলাম (৪৫), জায়েদা আক্তার (৩২), শাহজাহান মিয়া (৫০), নাজমুল আলম (৪০), মোহাম্মদ হাবিব (৩৫), আরিফ হোসেন (৩২) আবদুল মান্নান (৪২) ও মোর্শেদ মারুফ (৩৮)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে আদালতে হাজিরা না দেওয়ায় তাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পালিয়ে থাকা আসামিদের গ্রেপ্তার করতে প্রতি রাতেই পুলিশের অভিযান অব্যাহত আছে।