নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমেলা বেগম (৩৮) ও তার মেয়ে সুমাইয়া আক্তার (১০) নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর বিন্নরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমেলা বেগম ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে নিহত জমেলার মেয়ে সুমাইয়া বাড়ির উঠানে কাপড় শুকানোর জিআই তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। চিৎকার শুনে মেয়েকে উদ্ধার করতে মা এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ ঘটনা দেখে মা ও বোনকে উদ্ধারে জমেলার বড় মেয়ে আরিফা আক্তার এলেও সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মা জমেলা বেগম ও তার ছোট মেয়ে উপজেলার শুকনারছিট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে মৃ*ত ঘোষণা করেন।
তবে জমেলার বড় মেয়ে আরিফা আক্তার গুরুতর আহত হয়েছে। তাকে সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।