সখীপুরে স্কুল-ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবককে কারাদণ্ড

0
94

নিজস্ব প্রতিনিধি: সখীপুরে গত রোববার সন্ধ্যায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটে যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত হচ্ছে নাসির বাঙ্গালী। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ দণ্ডাদেশ দেন।

এর আগে উপজেলায় বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রা?মবাসী ঘটনার দিন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন যুবকে গণপিটুনি দেন। এরা হচ্ছে নাসির বাঙ্গালী, মাসুদ রানা ও ফেরদৌস মিয়া। পরে তাদের পুলিশি হেফাজতে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে সখীপুর থানায় লিখিত অভিযোগ করেন।

সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুত্ফুল কবির বলেন, উত্ত্যক্ত করার ঘটনায় তিন যুবককে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ড এবং বাকি দুজনকে সাধারণ ক্ষমা করে দেন আদালতের বিচারক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।