নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইল সাবস্টেশনের (৩৩ কেভি/ ১১ কেভি বৈদ্যুতিক উপকেন্দ্র) বার্ষিক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সমগ্র বাসাইল উপজেলা ও সখীপুর উপজেলার আংশিক এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের পূর্বে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে যেকোন সময় বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।
টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি (বাসাইল জোনাল অফিস) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। সম্মানিত বিদ্যুত গ্রাহকদের সাময়িক অসুবিধায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।