সখীপুরে জাতীয় পার্টির শোকসভায় বিএনপি সভাপতি

0
100

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে  উপজেলা জাতীয় পার্টির শোকসভায় উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজু উপস্থিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান সাবেক রাষ্ট্রপতি এএইচএম হুসাইন মোহাম্মদ এরশাদ এর মৃত্যুতে শনিবার দলীয় কার্যালয়ের সামনে উপজেলা জাতীয় পার্টি কোরআন তেলাওয়াত,দোয়া মাহফিল,শোকসভা ও কাঙ্গালীভোজের আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, মেয়র,আ.লীগ সভাপতি ও সম্পাদক উপস্থিত না হলেও উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজু উপস্থিত হওয়ায় এবং বক্তব্য রাখায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে লক্ষ্য করা গেছে মিশ্র প্রতিক্রিয়া ।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।