বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরে জঙ্গি সন্দেহে তিন ব্যবসায়ী আটক

ভূঞাপুরে জঙ্গি সন্দেহে তিন ব্যবসায়ী আটক

 

নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের ভূঞাপুরে অপহৃত হওয়ায় তিন ব্যবসায়ী দেড় মাস পর বাড়িতে ফিরে আসার কয়েকদিন পর বুধবার টাঙ্গাইল র‌্যাব-১২ সহযোগিতায় র‌্যাব-৩ তাদের আটক করে নিয়ে গেছে বলে জানিয়েছে ভূঞাপুর থানা পুলিশ।

এরা হলেন, নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামের আব্দুল মান্নানের ছেলে জহুরুল খাঁ, খরক গ্রামের মতি ফকিরের ছেলে শমসের ফকির ও চিতুলিয়াপাড়া গ্রামের কছিম উদ্দিন গ্রামের আব্দুল মান্নান। বুধবার ইবরাহীম খাঁ কলেজ গেট এলাকার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের তুলে নেয়া হয়।

ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক টিটু চৌধুরী ও হারুনুর রশিদ জানান, ভূঞাপুর থেকে তুলে নেয়া তিন ব্যবসায়ীর বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় জঙ্গি সংশ্লিষ্ট মামলা রয়েছে। জঙ্গি সন্দেহে ঢাকায় এক পীর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের নাম বলেছে। এরা তিনজন ওই পীরের মুরিদ।

এর আগে গত ১৪ জুন রাতে শমসের ফকির ও জহুরুল খাঁকে ইবরাহীম খাঁ কলেজ গেট ফার্নিচারের দোকান থেকে ও ১২ জুন আব্দুল মান্নানকে বাড়ি থেকে অজ্ঞাত আইনশৃঙ্খলা পরিচয়ে তুলে নিয়ে যায়। তুলে নেয়ার দেড় মাস তারা বাড়িতে ফিরে এসে পুনরায় ব্যবসা শুরু করেন। বুধবার র‌্যাব তিন জঙ্গি সন্দেহে ওই তিন ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -